নিজস্ব প্রতিনিধি, ঢাকা : আগামী ২০ রোজার মধ্যে সব শ্রমিকদের বেতন-বোনাসসহ প্রাপ্য সব পাওনা পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। পাশাপাশি বাজেটে শ্রমিক স্বার্থ নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
পাশাপাশি পোশাক শ্রমিকদের আবাসন-চিকিৎসা-রেশনিংয়ের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ এবং আশুলিয়ায় মজুরি আন্দোলনে শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানায় সংগঠনটি।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়। এছাড়া পোশাক শ্রমিকদের আবাসন-চিকিৎসা-রেশনিংয়ের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ এবং আশুলিয়ার শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর রোজার শুরুতে মালিকদের সঙ্গে বৈঠক করে সব পোশাক শিল্প শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয় শ্রম মন্ত্রণালয়। কিন্তু ঈদের ছুটির আগ মুহূর্ত পর্যন্ত শ্রমিকদের বোনাস-বেতন পরিশোধ না করে শ্রমিকদের জিম্মি করে রাখে কারখানা মালিকরা। বেতন-বোনাস না দিয়ে বকশিস হিসেবে কিছু টাকা দিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেন তারা।
এ ছাড়া লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের ঘামের বিনিময়ে দেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করছে। অথচ জাতীয় বাজেটে সেই শ্রমিকদের আবাসন, চিকিৎসা, খাদ্য নিরাপত্তার জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি। সরকার একদিকে মালিকদের স্বার্থ রক্ষায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে পুলিশ দিয়ে দমন করছে, অন্যদিকে এই শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় কোনো বরাদ্দ রাখছে না।
সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী ডা. ওয়াজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহ্বায়ক শহীদ উল্লাহ চৌধুরী, স্কপের কেন্দ্রীয় নেতা ফজলুল হক মন্টু, আনোয়ার হোসেন প্রমুখ।
মতামত লিখুন :