Logo

আরও ৯ কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অ্যালায়েন্স

RMG Times
সোমবার, মে ৮, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সংস্কারকাজে সন্তোষজনক অগ্রগতি না থাকায় আরও নয়টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। এতে করে এখন পর্যন্ত অ্যালায়েন্সের সম্পর্ক ছিন্ন করা কারখানার সংখ্যা দাঁড়াল ১৪৬-তে। সম্প্রতি অ্যালায়েন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সন্তোষজনক সংস্কার সম্পন্ন না করার কারণে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার তালিকায় সর্বশেষ যুক্ত হওয়া কারখানাগুলো হলো : মায়েস্তো অ্যাপারেল লি., উয়াই বি গামের্ন্টস লি., টারিক আজিম টেক্সটাইল লি. ম্যাসকো প্রিন্টিং অ্যান্ড অ্যামব্রয়ডারি, ইস্টার্ন ড্রেসেস, স্টারলাইট নিটওয়ার, রূপা ফ্রেবিক্স, রূপা নিটওয়ার, ক্লিয়ার টেক্স ইন্ডাস্ট্রি লি.।

এদিকে মার্চ এবং এপ্রিলে, আরও দশটি অ্যালায়েন্স- অধিভুক্ত কারখানা তাদের সংশোধনমূলক কর্ম পরিকল্পনায় (ক্যাপ) উল্লেখিত সমস্ত মেরামত কাজ সম্পন্ন করেছে। কারখানাগুলো হলো: আলিফ প্রিন্ট এন্ড ইএম (এমব্রয়ডারি ভিলেজ), ব্র্যান্ডিক্স অ্যাপারেল বাংলাদেশ লিমিটেড, এনভয় টেক্সটাইলস লিমিটেড, হপ ইয়েক বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাম মিন অ্যাসোসিয়েটস (ইউনিট -2), সাভার ডাইং এন্ড ফিনিসিং ইন্ডাস্ট্রিজ, ওয়ার্ল্ড ইয়ে অ্যাপারেলস (বিডি) লিমিটেড, ইয়াঙ্গুন (সিইপিজেড) লিমিটেড এবং ইয়াঙ্গুন স্পোর্টস সু ইন্ডাস্ট্রিজ ইউনিট-২।

অ্যালায়েন্স জানায়, এ পর্যন্ত অ্যালায়েন্সভুক্ত ৭৬টি কারখানা সংস্কার কাজ সম্পন্ন করতে পেরেছে। আগামী ২০১৮ সাল নাগাদ অ্যালায়েন্সের কার্যক্রমের মেয়াদ শেষ হবে। এর সময়ের মধ্যে অ্যালায়েন্সভুক্ত সব কারখানাকে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ কারখানা অ্যালায়েন্সভুক্ত ক্রেতাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। তবে কারখানাগুলো অ্যালায়েন্সের শর্ত অনুযায়ী সংস্কার সম্পন্ন করতে পারলে ক্রেতা জোটটির সঙ্গে ব্যবসায় করতে পারবে।

উল্লেখ্য, ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে গঠিত হয় অ্যালায়েন্স। এই জোটের সঙ্গে চুক্তিবদ্ধ আছে ওয়ালমার্ট, গ্যাপ, জেসিপেনি, টার্গেটসহ ২৯ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান।