ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। দেশের অর্থনীতিকে বেগবান করতে এই শিল্পের কোনো বিকল্প নেই। বাংলাদেশের অর্থনীতিতে তিনটি রপ্তানিমুখী খাতে পোশাক শিল্পই অন্যতম। এই্ খাতে দুই লক্ষাধিক শ্রমজীবী পুরুষ ও নারী দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বিরামহীন কাজের মাঝে তাদের একটিু বিনোদন দিতে টানা দ্বিতীয়বারের মত মাঠে গড়াচ্ছে ‘বিজিএমইএ কাপ ফুটবল’।
বৃহস্পতিবার (২ মার্চ) উত্তরা ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে ১৬টি তৈরি পোশাক কারখানা দলের ফুটবল লড়াই। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল শেষে আগামী ২৪ মার্চ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এ উপলক্ষ্যে মঙ্গলবার ( ২৮ ফেব্রুয়ারি) বিজিএমইএ ভবনের এ্যাপারেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাইন্যান্স মোহাম্মদ নাসির, সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের চেয়ারম্যান বেদ রিট্টিন সোয়াতা এবং লিও এন্টারটেইনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুর রহমান রোহান।
এবারের বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, প্রাইম ব্যাংক লিঃ, জুকি, সেইলর, রাইজিং গ্রুপ, স্টারলিং স্টক এ্যান্ড সিকিউরিটিজ লিঃ, বাফট, এ্যামেচ পাওয়ার, নিউ অটো গ্যালাক্সি, ভারটেক্স গ্রুপ, বিবিএস ক্যাবলস্, অনন্ত গ্রুপ, ম্যাম পাওয়ার, সেইলন বিস্কুট লিঃ, এসি ওয়ার্ল্ড এবং কিউবি এ্যান্ড ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল।
মতামত লিখুন :