ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বছরের শুরুতেই ৮ টি কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক বাতিল করেছে আমেরিকাভিত্তিক ক্রেতাদের কারখানা পরিদর্শন জোট অ্যালায়েন্স। সময়মত সংস্কার কাজ সম্পন্ন না করা সংস্কারের প্রমাণ দিতে ব্যর্থতা, মূল্যায়নে অসহযোগিতা, কারখানা নকশার ঘাটতিসহ নানা কারণে ও সহযোগিতার অভিযোগে এসব কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। সব মিলিয়ে এ তালিকায় কারখানার সংখ্যা দাঁড়ালো ১২৫ এ। অর্থাৎ এসব কারখানা অ্যালায়েন্সভুক্ত ব্র্যান্ডের সঙ্গে ব্যবসা করতে পারবে না।
অ্যালায়েন্সের ওয়েব সাইটে প্রকাশিত ব্যবসায়িক সম্পর্ক বাতিলকৃত কারখানাগুলো হলো জিসান নীট কম্পোজিট লিমিটেড, সান সীড অ্যাপারেল লিমিটেড, কিমিয়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কিমিয়া অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইডেন অ্যাপারেলস লিমিটেড, ওয়েস্টার্ন ড্রেস লিমিটেড (ইউনিট ২), জান কম্পোজিট মিলস লিমিটেড ও জিসাস ফ্যাশন লিমিটেড।
অ্যালায়েন্স সুত্র জানায়, সম্পর্কচ্ছেদ বা স্থগিত কারখানাগুলো অ্যালায়েন্স কার্যক্রমের একটি অথবা একাধিক ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে ব্যর্থ হয়েছে। স্থগিতকৃত কারখানা যদি পুনরায় অংশগ্রহণ করতে চায় তাহলে নতুন করে তাদের কারখানা পরিদর্শন করা হবে। তবে কারখানাকে উক্ত পরিদর্শন ব্যয় বহন করতে হবে।
অ্যালায়েন্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৬৮৩ টি কারখানায় অ্যালায়েন্স তাদের নিরাপত্তা পরিদর্শন শুরু করে এখন পর্যন্ত ৫৭২টি কারখানায় প্রথম ভিজিট, ৪৭৪টি কারখানায় দ্বিতীয় ও ৪৩১টি কারখানায় তৃতীয় ভিজিট শেষ করেছে। এর মধ্যে কারখানাগুলি ৬৯ শতাংশ নিরাপত্তা কাজ শেষ করেছে। এদিকে ৬৮৩ কারখানার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫২টি কারখানা শতভাগ নিরাপত্তা কাজ সম্পন্ন করেছে।
সম্প্রতি এক বিৃবতিতে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং অ্যালায়েন্সের এদেশীয় পরিচালক জিম মরিয়ার্টি বলেছেন, অ্যালায়েন্স-নিরাপত্তা মানদণ্ড অর্জনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজে অনিচ্ছুক অথবা সংস্কার কাজে অগ্রগতি প্রদর্শনে ব্যর্থ হওয়া কারখানাগুলোকে অ্যালায়েন্স-কমপ্লায়েন্ট তালিকা থেকে বাদ দেয়া হবে, শুধুমাত্র কিছু ব্যতিক্রম ছাড়া। তিনি বলেন, অ্যালায়েন্স-অধিভুক্ত কারখানাগুলোর শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে থাকি।
মতামত লিখুন :