Logo

শ্রমিক অসন্তোষ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে অ্যাকর্ডের গভীর উদ্বেগ, প্রধানমন্ত্রীর কাছে চিঠি

RMG Times
শুক্রবার, জানুয়ারি ২০, ২০১৭
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বেতন বৃদ্ধির দাবীতে আশুলিয়ায় সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এর পরিচালনা পর্ষদ। গত ১২ জানুয়ারী ২০১৭ তারিখে  চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়। 

অ্যাকর্ডের পরিচালনা পর্ষদের পক্ষে নির্বাহী পরিচালক রব ওয়েজের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিক অধিকার নিয়ে কাজ করে এমন সব নেতাকর্মীদের গ্রেফতার ও শ্রমিক সংগঠনের সাথে জড়িত থাকার কারণে চাকরীচ্যুত কর্মীদের নিয়ে গভীরভাবে উদ্বীগ্ন অ্যাকর্ডের পরিচালনা পর্ষদ। অ্যাকর্ড বিশ্বাসযোগ্য সুত্রে জানতে পেরেছে যে, ডিসেম্বরে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে ১১ জনকে হাজতে পাঠানো হয়েছে। কয়েকজন শ্রমিক নেতাকে শারিরীক ভাবে নির্যাতন করাসহ নানাভাবে হুমকি দেয়া হয়েছে, চাকরীচ্যুত করা হয়েছে আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলের প্রায় ১৫০০ শ্রমিককে। প্রায় সাত শতাধিক শ্রমিকরা আইনি জটিলতা ও গ্রেফতার আতঙ্কে ভুগছে। এসব ঘটনায় অ্যাকর্ডের স্বাক্ষরকারীদের ব্যাপকভাবে উদ্বিগ্ন করছে। 

চিঠিতে শ্রমিক অসন্তোষের ঘটনায় অন্যায়ভাবে গ্রেফতার করা শ্রমিক নেতা ও চাকরীচ্যুত শ্রমিকদের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার  জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়। পোশাক শিল্প খাতের জন্য মজুরী বোর্ড গঠন করাও আহ্বান জানায় অ্যাকর্ড। 

প্রধানমন্ত্রীর নিকট পাঠানো চিঠিতে অ্যাকর্ড বলে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনা বাংলাদেশের পোশাক শিল্প খাতের মর্যাদা ও আস্থার ক্ষতি করবে। বাংলাদেশ সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা প্রকাশ করেন অ্যাকর্ডের পরিচালনা পর্ষদ।