ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : আরও ৩ টি কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে উত্তর আমেরিকান ক্রেতাদের জোট এ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স। এলায়েন্স তাদের ওয়েব সাইটে নতুন ৩ কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে জানা যায়, চট্টগ্রাম বিসিক এলাকায় অবস্থিত ফেয়ারি ফেব্রিক প্রিন্টিং, গাজীপুরের মৌচাকে অবস্থিত দেভা লিমিটেড ও চট্টগ্রাম বিসিকে গাউস ফ্যাশন লিমিটেড নামের কারখানা তিনটিকে যথাক্রমে ২০, ২১ ও ২২ ডিসেম্বরে সংস্কার কাজে অগ্রগতি প্রদর্শনে ব্যর্থ হওয়া ও যোগাযোগের অভাব থাকায় এলায়েন্স কারখানা তিনটির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করেছে।
ফলে বর্তমানে অ্যালায়েন্সের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত হওয়া মোট কারখানার সংখ্যা দাড়ালো ১০৫ ।
মতামত লিখুন :