ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : অ্যালায়েন্সেভূক্ত আরও চারটি কারখানা সংশোধনী কর্ম পরিকল্পনায় (CAP) সমস্ত ধরনের মেরামত কাজ সম্পন্ন করেছে। ফলে সংস্কার কাজ সম্পন্ন করা মোট কারখানার সংখ্যা দাড়ালো ৪৬। এছাড়াও, ইতিপূর্বে অ্যালায়েন্সের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত হওয়া তিনটি কারখানার সঙ্গে -সংস্কার কাজে অগ্রগতি প্রদর্শনের জন্য- অ্যালায়েন্স তার ব্যবসায়িক সম্পর্ক পুনর্বহাল এবং নতুন একটি কারখানার সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত ঘোষণা করেছে । অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি গত ৫ ডিসেম্বর তাদের ওয়েব সাইটে এই তথ্য প্রকাশ করেন।
ওয়েব সাইটে প্রকাশিত অ্যালায়েন্সের ঘোষণায় বলা হয়, গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস লিমিটেড, গ্লোবাল আউটওয়্যার লিমিটেড, অরনেট নিট গার্মেন্ট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং সাজিদ ওয়াশিং এন্ড ডায়িং তাদের CAP-এ উল্লেখিত সব ধরণের মেরামত কাজ সম্পন্ন করেছে। এবং শিহান স্পেশালাইজড টেক্সটাইল মিলস লিমিটেড, স্মার্ট জ্যাকেট (বিডি) লিমিটেড এবং স্মার্ট জিন্স লিমিটেড কে স্থগিত তালিকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ।
এদিকে সংস্কার কাজে অগ্রগতি প্রদর্শনে ব্যর্থ হওয়ায় অথবা বহির্গমন পথ তালাবদ্ধ থাকায় ‘স্টাইলো ফ্যাশন গার্মেন্টস লিমিটেড’ নামে নতুন একটি কারখানার সঙ্গে ব্যবসায়িক চুক্তি স্থগিত করেছে অ্যালায়েন্স। ফলে বর্তমানে অ্যালায়েন্সের সঙ্গে ব্যবসায়কি সম্পর্ক স্থগিত হওয়া মোট কারখানার সংখ্যা দাড়ালো ১০২ ।
নতুন চারটি কারখানা সংস্কার কাজ সম্পন্ন করায় অ্যালায়েন্সের বাংলাদেশের পরিচালক জিম মরিয়ার্টি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে এই কারখানাগুলো যে ব্যপক অগ্রগতি প্রদর্শন করেছে তাতে আমরা অত্যন্ত গর্বিত। এই অগ্রগতি এটাই প্রমান করে যে, নিরাপত্তা উন্নয়নের জন্য কারখানাগুলোর সঙ্গে কাজ করার আমাদের যে প্রতিশ্রুতি ছিলো সে বিষয়টি কারখানাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে, এবং নির্ধারিত সময়সীমার ভেতর আমাদের মানদন্ড অনুসারে কমপ্লায়েন্স অর্জন সম্ভব যেহেতু কারখানাগুলো এই প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতবদ্ধ” ।
মতামত লিখুন :