আবীর দে, নিজস্ব প্রতিবেদক : ডিবিএল- বিএসপিএ ক্রীড়া উৎসবে ডাবল ক্রাউন পেয়েছেন দৈনিক জনকণ্ঠের রুমেল খান। টেবিল টেনিস একক ও দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এককের ফাইনালে রুমেল খান হারিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিনকে। দ্বৈতের লড়াইয়ে মাহমুদুন্নবী চঞ্চলের সঙ্গে জুটি বেধে হারান দ্যা নিউ-এজের সুদীপ্ত আহমদ আনন্দ-বিডি নিউজের মো. জুবায়ের জুটিকে।
ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন হয়েছেন জাহিদ মুনীর কল্লোল। ফাইনালে তিনি হারিয়েছেন যমুনা টিভির ফয়সাল তিতুমীরকে। দ্বৈতের লড়াইয়ে কাজী বোরহানউদ্দিন-আরাফাত দাড়িয়া জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। শিরোপা নির্ধারনী ম্যাচ তারা হারান মোস্তাক আহমেদ খান-কামরুজ্জামান হিরু জুটিকে। ক্রীড়ালেখক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত দাবায় চেস বিডি ডটকমের মোরসালিন আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি হারান আশরাফুর রহমান মুরাদকে।
শুক্রবার শুরু হয়েছে পাঁচদিনের ক্রীড়া উৎসব। যা শেষ হবে মঙ্গলবার। এবারের আসরে দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম, শ্যূটিং ও আরচ্যারি হচ্ছে।
সোমবার শ্যূটিং ও আরচ্যারি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
মতামত লিখুন :