Logo

জাঁকজমকপূর্ণ আয়োজনে BSAHRP এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

RMG Times
শনিবার, নভেম্বর ৫, ২০১৬
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিনিধি : জাঁকজমকপূর্ণ আয়োজন আর উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত মানবসম্পদ ব্যবস্থাপনা পেশাজীবিদের নিয়ে গঠিত অন্যতম সুপরিচিত সংগঠন “বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল হিউম্যান রিসোর্স প্রফেশনালস (BSAHRP) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে আয়োজিত অানন্দঘন অনুষ্ঠানটি ৪ নভেম্বর’২০১৬ ইং, শুক্রবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর উত্তরাস্থ মমতাজ মহল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

14890560_603205956551795_5298593380771300388_o

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কে এম মাহতাবুদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম সাব্বির আলী, সহ-সভাপতি লেফটেন্যান্ট কর্ণেল মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে এ. খান, সহ-সাধারণ সম্পাদক এমএ হাসেমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আনন্দঘন দিবসটি উদযাপনে সামিল হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় তিন শতাধিক সদস্য।

14889996_603206969885027_2244384889593816947_o

সংগঠনের সভাপতি কে এম মাহতাবুদ্দিন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, অতি অল্প সময়ে আমাদের সংগঠনটি দেশের অন্যতম সেরা সংগঠনে রুপ পেয়েছে। সংগঠনটি পোশাক শিল্পে কর্মরত পেশাজীবিদের উন্নয়ন তথা পোশাক শিল্পের উন্নয়নে অবিরামভাবে কাজ করে চলেছে। এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।  সংগঠনের সুনাম, কার্যপরিধি, ভ্রাতৃত্বের সম্পর্কসহ নানান সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় তিনি অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক নূরে এ. খান গত এক বছরের কার্যাবলি নিয়ে আলোচনা করেন। তিনি সংগঠনের সফলতা  তুলে ধরে বলেন, মাত্র এক বছরে আমরা অন্যতম শীর্ষ সংগঠনে রুপান্তরিত হয়েছি। পোশাক শিল্প খাতের সর্বত্র আমাদের সংগঠনের সদস্যরা ছড়িয়ে আছে। এটা আমাদের অনেক বড় স্বার্থকতা। এ সময় তিনি বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন, গোল টেবিল বৈঠক, বার্ষিক বনভোজন, ফেসবুকে লাইভ আলোচনা অনুষ্ঠানের আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে সাধারণ সদস্যবৃন্দের থেকে সংগঠন সম্পর্কে মুক্তমত, অভিমত ও পরামর্শ নিয়ে মুক্তালোচনা পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এম এ হাসেম। তিনি সংগঠন সম্পর্কে সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেন এবং সদস্যদের মতামত ও পরামর্শ আমলে নেয়ার প্রতিশ্রুতি জানান।

এসময় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন ও সদস্যদের মাঝে ম্যাগাজিন বিতরণ করা হয়।

পরে কেক কাটা, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।