ডেস্ক রিপোর্ট : টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েল লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে যে শ্রমিকরা নিহত হয়েছেন, তারা পোশাক শিল্পের নয় বলে দাবি করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার রাজধানীর কাওরান বাজারে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পখাতের শ্রম পরিস্থিতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, শনিবার ভোরে ঢাকার পাশ্ববর্তী টঙ্গী বিসিকি শিল্পনগরীতে টাম্পাকো ফয়েল লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। বয়লার বিস্ফোরণ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ২১ জনে পৌঁছেছে বলে জানা গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। আগুনে পাঁচতলা ভবনটির ওপরের তিনতলার অনেকটাই ধসে গেছে।
সিদ্দিকুর রহমান বলেন, যে শ্রমিকরা নিহত হয়েছেন, তারা কোনভাবেই পোশাক শিল্প খাতের নয়।
তিনি বলেন, বয়লার বিস্ফোরণে শ্রমিক ভাই-বোন হাতাহতের ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। এ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্যলাভ কামনা করছি। যদিও নিহতরা কোনভাবেই আমাদের পোশাক শিল্পের সঙ্গে সম্পৃক্ত নন, তারপরও তারা এদেশেরই নাগরিক। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। আগামীতে যেন এ ধরনের ঘটনার দুঃখজনক পুনরাবৃত্তি না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, দুঃখের বিষয়, গাজীপুরের টঙ্গী এলাকায় যে ঘটনা ঘটেছে তা আমাদের জন্য কষ্টের। তবে যে কারখানায় ঘটনা ঘটেছে তা পোশাক কারখানা বলে কয়েকটি মিডিয়া বলে প্রচার কররেছে। এটি সঠিক নয়। এর ফলে আজ যেসব কারখানা খোলা বা বেতনভাতা দিচ্ছে সেখানে সমস্যা সৃষ্টি হতে পারে। আশা করি গণমাধ্যম সঠিক সংবাদ পরিবেশন করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিজিএমইএরসহ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সহ-সভাপতি নাসির উদ্দিন ছাড়াও পরিচালকরা উপস্থিত ছিলেন।
মতামত লিখুন :