Logo

বাংলাদেশে প্রথমবার চার দিনব্যাপী টেক্সটেক পোশাক প্রদর্শনী, শুরু ৩১ আগস্ট

RMG Times
মঙ্গলবার, আগস্ট ২৩, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকখাতকে আরো সমৃদ্ধ করতে ও দেশীয় উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটেক বাংলাদেশ-২০১৬ পোশাক প্রদর্শনী।
AUGUST20160823161817আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর মোট চার দিন ব্যাপী এ প্রদর্শনী রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সিটিতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠান প্রদর্শনীর আয়োজক সেমস্ গ্লোবালের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সেমস্ গ্লোবাল গ্রুপের প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম বলেন, ‘বাংলাদেশে এই প্রথম টেক্সটাইল ও পোশাকখাত নিয়ে বড় পরিসরে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে মোট ২৩টি দেশের প্রায় এক হাজার ৫০টি কোম্পানি অংশ নেওয়ার কথা রযেছে। এ ছাড়া, এই প্রদর্শনীগুলোতে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষাঙ্গিক যন্ত্রপাতি, সুতো, কাপড় উৎপাদক ম্যাশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার থাকবে। পাশাপাশি এ প্রদর্শনীতে উদ্যোক্তরা নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। সেখান থেকে বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে। ফলে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।

প্রদর্শনীতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুর্কি, আমেরিকা ও ইংল্যান্ড অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস গ্লোবাল লি. এর ম্যানেজার ও কোর্ডিনেশন মো.শরীফ হোসাইন, প্রশাসন বিভাগের লুৎপুর রহমান, হেড অব মার্কেটিং আবু নঈম মো.শরীফসহ প্রমুখ।