নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেশনাল্স সোসাইটি (বিসিপিএস) এর পুণর্মিলনী অনুষ্ঠান নারায়নগঞ্জের সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রাঙ্গনে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে গত ১৯ আগস্ট’২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০ টি তৈরি পোশাক কারখানার প্রশাসন, মানব-সম্পদ ও কমপ্লায়েন্স কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নাঈম হোসাইন। এ সময় তিনি উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে সম্মিলিত ভাবে কাজ করার জন্য সবাইকে আহবান জানান।
এ সময় সংগঠনের সহ-সভাপতি সরকার মুজাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, হিসাব সম্পাদক মোঃ হাশিম মিয়া, সদস্য সম্পাদক আসমা আক্তার ইতি, সহ সদস্য সম্পাদক বাবু কুমার সাহা শুভেচ্ছা বক্তব্য দেন।
বিসিপিএস এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাই দ্বিগুন উৎসাহে একসাথে কাজ করবে বলে সকলে অভিপ্রায় ব্যক্ত করেন।
মতামত লিখুন :