ডেস্ক রিপোর্ট : প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকতে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের পণ্যের বহুমুখীকরণের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে এ পরামর্শ দেন তিনি। বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান ২৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বিশ্বব্যাপী ব্যবসা আগের চেয়ে প্রতিযোগিতামূলক হয়েছে। টিকে থাকতে হলে পণ্যের বহুমুখীকরণ করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, দেশ গত সাত বছরে তৈরি পোশাক খাত থেকে ২৮ বিলিয়ন মাকির্ন ডলার আয় করেছে এবং ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানি করে ৫০ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তৈরি পোশাক খাতের ভূমিকার প্রশংসা করে এই সেক্টরের উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা চালাতে প্রতিনিধিদের প্রতি আহবান জানান রাষ্টপ্রতি মো. আবদুল হামিদ । তিনি গার্মেন্টস শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে পোশাক শিল্প মালিকদের প্রতি আহবান জানান।
বিজিএমইএ নেতার রাষ্ট্রপতিকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও গত অর্থবছরে ২৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির বিষয়টি তুলে ধরেন।
“তারা বলেন, তৈরি পোশাকের কারখানার কর্মপরিবেশ আগের তুলনায় ভালো হয়েছে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
তৈরি পোশাক খাতের উন্নয়নে সরকারের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে তা অব্যাহত থাকবে আশাপ্রকাশ করেন।
মতামত লিখুন :