নিজস্ব প্রতিবেদক: পারিবারিক জীবন থেকে শুরু করে কর্মজীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য দূরীকরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব নারী দিবস উপলক্ষ্য এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা আজ পরিবার থেকে শুরু করে তারা কর্মক্ষেত্রে শারিরিক নির্যাতন, যৌন নির্যাতন, মজুরী বৈষম্য, মর্যাদা বৈষম্য, পদ বৈষম্যসহ বিভিন্নভাবে হয়রাণির শিকার হচ্ছে ।
তারা নারীদের প্রতি এ ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানান ।
শ্রমিক ফেডারেশনের নেত্রী কামরুন নাহার বলেন, গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিকরা আজ মজুরী বৈষম্যের শিকার। তিনি বৈষম্য দূরীকরণের জন্য গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরী ১৫০০০ টাকা, মাতৃত্বকালীন ছুটি, ৬০% মহার্ঘ্য, রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান ।
মানববন্ধনের সভাপতি রাজিয়া বেগম বলেন, সমাজের ৫০ ভাগ মানুষ নারী । তাই তাদেরকে অবহেলিত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় । তাই তিনি নারী পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাধ মিলিয়ে কাজ করে ২০২১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএস ফয়েজ হোসেন, নারীনেত্রী জেবীন আকতারসহ সংগঠনের নেতৃবৃন্দ ।
মতামত লিখুন :