Logo

সরকারের নির্দেশ অমান্যকারী গার্মেন্টস মালিকদের শাস্তি দাবি

Fazlul Haque
বৃহস্পতিবার, জুন ৩০, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : সরকারের নির্দেশ অমান্যকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ২০ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও চলতি জুন মাসের পূর্ণ বেতন ভাতা পরিশোধে সরকারের শ্রম মন্ত্রনালয়ের নির্দেশ থাকলেও অর্ধেকের বেশি মালিক এ নির্দেশ অমান্য করেছে বলে অভিযোগ করে সংগঠনটি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির এক লাল পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে নির্দেশ অমান্যকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, প্রতি বছরই হাতে গোনা কিছু কিছু মালিক ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে তালবাহানা করেন। যার ফলে শ্রমিকরা একটা অনিশ্চয়তা মধ্যে জীবনযাপন করে। তাই এ বছর সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গার্মেন্টস মালিকদের ২০ রমজানের মধ্যে বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছিল। কিন্তু অর্ধেকের বেশি গার্মেন্টস মালিক এখন পর্যন্ত শ্রমিকদের বেতন ও বোনাস কোন কিছুই পরিশোধ করেনি।

তিনি আরও বলেন, গার্মেন্টস মালিকরা হংকং, সিঙ্গাপুর ও ব্যাংককে ঈদ শপিং এবং আমোদ-প্রমোদে লিপ্ত থাকবে আর শতকারা ৮১ ভাগ রফতানি আয় উপার্জনকারী শ্রমিকরা টাকার অভাবে ঈদ করতে পারবে না। এটা মেনে নেয়া যায় না। তাই এসব প্রতারক মালিকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফারুক খান, আরিফা আক্তার, কামরুল হাসান, মো. রফিক, আলমগীর হোসেন প্রমুখ।