Logo

অবিলম্বে সোয়ান শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

Fazlul Haque
রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :  সোয়ান গার্মেন্ট কারখানা বন্ধের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কারখানাটির ১৩০০ শ্রমিকের বেতন পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন গার্মেন্ট শ্রমিক সংহতি।

swan-garments_49035

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার ও সদস্য সচিব জুলহাস নাইন বাবু এই আহ্বান জানান।সংগঠনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাস ধরে কারখানা বন্ধ রেখে এই ঈদের সময় শ্রমিকদের চরম অনিশ্চয়তার রেখেছেন মালিকপক্ষ। এটা তাদের চরম অন্যায়। এই বিষয়ে বিজিএমইএ এবং সরকারের নীরব ভূমিকা এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সোয়ান গার্মেন্টের শ্রমিকদের নানাভাবে ভয়-ভীতি হামলা করে আন্দোলন দমনের চেষ্টা চলছে উল্লেখ করেশ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের আন্দোলনে নানাভাবে পুলিশি বাধা আসছে। আজ ১২ জুলাই সোয়ান গার্মেন্টের শ্রমিকদের অবস্থান ধর্মঘটে শ্রমিক নেত্রী মোশরেফা মিশুকে উপস্থিত হতে বাধা দেওয়া হয়েছে। তার বাড়ি ঘেরাও করেছে পুলিশ।

সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।