ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কমপ্লায়েন্স এন্ড ওয়েলফেয়ার ইউনিয়নের মাসিক সাধারণ সভা আজ সকাল দশটায় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ১২ জুন তারিখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠান করার বিষয়ে আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি কাবিনুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার যোবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিতিদের সাথে মুক্ত আলোচনা করে বেশ সংগঠনের ব্যাংক হিসাব খোলা, সংবিধান প্রণয়ন, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ইফতার মাহফিলের আয়োজনসহ বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, চাকুরীচ্যুত অসহায়দের কে চাকুরী দেওয়া, সাময়িক সময়ের জন্য লোন প্রদান, বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের আয়োজন করে নিজেদের দক্ষতার উন্নয়ন, বিভিন্ন আইনের বিভিন্ন ধারার সঠিক ব্যাখা শেয়ার, বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করার মাধ্যমে বিভিন্ন পোশাক কারখানার এডমিন, এইচআর,কম্প্লাইন্স এবং ওয়েলফেয়ার কর্মকর্তাদের মাঝে ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধন তৈরী করতে সম্প্রতি গঠন করা হয়েছে বাংলাদেশ কমপ্লায়েন্স এন্ড ওয়েলফেয়ার ইউনিয়ন।
মতামত লিখুন :