ফজলুল হক, নিজস্ব প্রতিনিধি : মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কমপ্লায়েন্স প্রফেসনালস এ্যাসোসিয়েশন (বিসিপিএ) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা মে ররিবার বিকেল চারটা থেকে নারায়নগঞ্জের চাষাড়াস্থ বিসিপিএ’র অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিভিন্ন কারখানা থেকে প্রায় ৩০ জন অতিথি অংশগ্রহণ করে। সভায় সংগঠনের সভাপতি নাঈম হোসাইনের সভাপতিত্বে মহান মে দিবসের ইতিহাস, তাৎপর্য্য ও বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকারসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, শ্রমিক অধিকার বাস্তবায়নে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ ও নিরলস প্রচেষ্টা। আর সবার আগে প্রয়োজন নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা। এজন্য মালিক শ্রমিক সকলে একাত্ম হয়ে কাজ করতে হবে। কারখানার ঝুকিঁগুলো খুঁজে বের করে স্বল্প সময়ের মধ্যে সমাধান করতে হবে। কর্মস্থলের দুর্ঘটনার ঝুকিঁ সম্পর্কে শ্রমিকদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। নিজেদের নিরাপত্তা, অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। একমাত্র মালিক শ্রমিক ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টাতেই শ্রমিক অধিকারের বাস্তবায়ন সম্ভব।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল হোসাইন, সাংগঠনিক সাধারণ সম্পাদক হাসিম মিয়া প্রমূখ।
মতামত লিখুন :