নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের বিকেএমইএ’র প্রথম সহসভাপতি আসলাম সানির মালিকানাধীন ক্রোনী টেক্স সুয়েটার্স নামের একটি রফতানীমুখী গার্মেন্টের ৯২৮ জন শ্রমিককে সমস্ত বকেয়া পাওনাদি পরিশোধ করে চাকুরীচ্যুত করেছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার দুপুর থেকে বিকেল অবধি অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিকেএমইএ’র কার্যালয়ের সম্মেলনকক্ষে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়। ৯২৮ জন শ্রমিককে মালিকপক্ষ প্রায় ৩ কোটি টাকা পরিশোধ করেছেন বলে জানান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টে ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু।
বকেয়া পাওনাদি পরিশোধকালে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহসভাপতি (অর্থ) জিএম ফারুক, ক্রোনী টেক্স সুয়েটার্সের জিএম হারুনুর রশিদ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টে ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, গত ২৪ জানুয়ারী ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ক্রোনী টেক্স সুয়েটার্স নামের একটি রফতানীমুখী গার্মেন্টের ৯২৮ জন শ্রমিককে ২০ ধারা অনুযায়ী ছাটাই করার নোটিশে শ্রমিকরা বিক্ষুব্দ হয়ে উঠে। পরবর্তীতে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল শেষে গত ৩০ জানুয়ারী বিকেএমইএ’র প্রথম সহসভাপতি আসলাম সানির কুশপুত্তলিকা দাহ করে। পরে ওইদিন রাতেই বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের এমপি সেলিম ওসমানের কারখানায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে মালিকপক্ষ শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী শ্রমিকদের সমস্ত পাওনাদি পরিশোধে সম্মত হয়।
মতামত লিখুন :