Logo

শ্রমিক অসন্তোষ ॥ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

RMG Times
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রীম নিট ওয়ার লিঃ নামে একটি পোশাক তৈরির কারখানাটি শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সোমবার রাতেই কারখানার গেটে বন্ধের নোটিস ঝুলিয়ে দেয়। মঙ্গলবার থেকে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়। এ কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, খাবার ও যাতায়াত ভাতা, টিফিন বিল বৃদ্ধির দাবিতে গত রবি ও সোমবার কর্মবিরতি পালন করে আসছিল। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সুপ্রীম নিট ওয়ার লিঃ কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করছে। শ্রমিকরা হাজিরা বোনাস ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, খাবার ও যাতায়াত ভাতা ১৫৩০ থেকে ২০০০ টাকা, টিফিন বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও বেতন ভাতা রাতে না দিয়ে দিনের বেলা বেতন ভাতা পরিশোধ করার দাবিতে রবি ও সোমবার কর্মবিরতি পালন করেছে।

পরে কর্তৃপক্ষ কারখানার পরিবেশ ফিরিয়ে আনতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সোমবার রাতে কারখানার গেটে নোটিস ঝুলিয়ে দেয়। নোটিসে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত কারখানার ব্যবস্থাপনা পরিচালকের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।