নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল শিল্পাঞ্চলে ক্যাডটেক্স গার্মেন্টস লিমিটেড ও আবির ফ্যাশন নামের দুইটি রফতানিমুখী গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। একটি গার্মেন্টস কারখানা বন্ধের নোটিশ পবিত্র ঈদুল ফিতরের আগের দিন সাটানো হলেও অপর গার্মেন্টস কারখানাটি সোমবার রাতে সাটানো হয়েছে। এতে করে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকরা।
ঈদুল ফিতরের ছুটি শেষে যেখানে কর্মস্থলে যোগ দেয়ার কথা সেখানে অত্যন্ত কষ্ট করে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা। এ ঘটনায় ওই গার্মেন্ট দু’টির শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে কারখানা বন্ধের ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করবেন বলে শ্রমিক সূত্রে জানা গেছে।
জানা গেছে, গত ৫ জুলাই বিকেলে ফতুল্লার কাঠেরপুল শিল্পাঞ্চলে অবস্থিত আবির ফ্যাশন নামের একটি পোশাক কারখানা ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়। পরে গভীর রাতে কারখানাটি বন্ধের নোটিশ সাটিয়ে দেয় মালিকপক্ষ। পরদিন ৬ জুলাই ১৯ জন শ্রমিকের বিরুদ্ধে কারখানা ভাঙচুর, হামলা ও কর্মকর্তাদের মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করে মালিকপক্ষ।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৪ জুলাই দুপুর ১টার দিকে শ্রমিকরা সমস্ত গেট বন্ধ করে ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে ভাঙচুরসহ কর্মকর্তাদের মারধর করে। এ ঘটনার কারণে শ্রম আইন ২০০৬ সংশোধিত ২০১৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নোটিশে আরো উল্লেখ করা হয়, বন্ধকালীন সময়ে শ্রমিকরা কোনো বেতন-ভাতা পাবে না।
অপরদিকে ১১ জুলাই সোমবার রাতে ফতুল্লার কাঠেরপুল শিল্পাঞ্চলের ক্যাডটেক্স গার্মেন্ট লিমিটেড শ্রম আইন ২০০৬ সংশোধিত ২০১৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাটানো হয়। তবে নোটিশে অন্তিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম আলী আকবর উল্লেখ করেন ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর কিছু শ্রমিক বিশৃঙ্খলা করে। পরবর্তীতেও শ্রমিকরা বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা করে আসছে। এ কারণে তারা ১২ জুলাই থেকে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। নোটিশে আরো উল্লেখ করা হয়, বন্ধকালীন সময়ে শ্রমিকরা কোনো বেতন-ভাতা পাবে না।
এ বিষয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন বলেন, ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার ক্যাডটেক্স গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের কাজে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু সোমবার কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ সাটানোর খবর শুনে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এছাড়া মালিকপক্ষ যে ঠুনকো অভিযোগে কারখানাটি বন্ধ করেছে সেটাকে আমরা ষড়যন্ত্রমূলক বলে মনে করছি। বর্তমানে দেশের যে পরিস্থিতি সে অবস্থায় এধরনের ঠুনকো অভিযোগে কারখানাটি বন্ধ করা রাষ্ট্রের জন্য হুমকীস্বরূপ।
অপরদিকে, আবির ফ্যাশনের মালিকপক্ষও শ্রমিকদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়েরসহ বন্ধের চক্রান্ত করেছে। দু’টি কারখানাই বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। যেকোনো সমস্যা হলে মালিকপক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতেন। কিন্তু তারা সেটা করেননি। দু’টি কারখানার মালিকপক্ষের অযৌক্তিক সিদ্ধান্তের কারণে বর্তমানের স্পর্শকাতর প্রেক্ষাপটে ফতুল্লা শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে তিনি মনে করছেন।
মতামত লিখুন :