নিজস্ব সংবাদদাতা, নারায়ানগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় রোববার রাতে এক গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রুহুল আমিন (৩২) নামের একজনকে আটকের পর ২ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। পুলিশকে তথ্য দেয়ায় সোমবার দুপুরে স্থানীয় প্রভাবশালীরা একই এলাকার লাল মিয়া মীরের ছেলে আইয়ুব আলী মীরের বাড়ির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় রবিন টেক্স গার্মেন্টকর্মী (২০) রোববার রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে একদল লম্পট মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই গার্মেন্টকর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে। রাত ২টার দিকে স্থানীয়রা মুর্মূষু অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গার্মেন্টসকর্মীকে ভর্তি করে। এ ঘটনায় সহযোগিতা করায় আটক রুহুল আমিনের মামা চাঁন মীরসহ প্রভাবশালী ব্যক্তিরা ওই এলাকার লাল মিয়া মীরের ছেলে আইয়ুব আলী মীরের ঘরের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সোমবার দুপুরে ২ লাখ টাকার বিনিময়ে পুলিশ রুহুল আমিনকে ছেড়ে দেয়।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ রুহুল আমিন নামে এক যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। তবে টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ সঠিক নয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
মতামত লিখুন :