ডেস্ক রিপোর্ট : বকেয়া বেতন পরিশোধের দাবি ও নোটিশ ছাড়া কারখানা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন গাজীপুরের লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা। সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর কাওরান বাজার এলাকার বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজ মিছিল করে এসে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান করছি। দুপুর ১২টার দিকে বিজিএমইএ কর্মকর্তারা আমাদের এখানে এসেছিলেন। তারা আলোচনার পরামর্শ দিয়েছেন। আমরা আলোচনায় বসবো কিন্তু আন্দোলনও চলবে।’
শ্রমিকরা জানান, গত অক্টোবরের ২৯ তারিখ পর্যন্ত ফ্যাক্টরি খোলা ছিল। ৩০ অক্টোবর ঘোষণা ছাড়াই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। অক্টোবরের বেতন বকেয়া রয়েছে। তবে সেটা সবার নয়। এক হাজার ১০০ শ্রমিকের মধ্যে প্রায় ছয়শ’ শ্রমিকের বেতন দিয়েছেন মালিকপক্ষ, বাকিদের বেতন দেওয়া হয়নি। গত ২৩ নভেম্বর বেতন দেওয়ার তারিখ ছিল কিন্তু দেওয়া হয়নি। আগামী ৩০ তারিখ বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
এ ব্যাপারে লাক্সমা সোয়েটার লিমিটেডের চেয়ারম্যান সাফিনা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ফ্যাক্টরিতে আগে কখনও শ্রমিকদের বেতন বাকি পড়েনি। আমরা সব সময় শ্রমিকদের বেতন ১ তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এবার সমস্যায় পড়ার কারণে এ সংকট তৈরি হয়েছে। আমরা ক্রমান্বয়ে সবার বেতনই দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে শ্রমিকদের একটা বড় অংশের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। বাকিদের পাওনাও পরিশোধ করা হবে।’ সবাইকে একসঙ্গে বকেয়া পরিশোধ করতে না পারায় শ্রমিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এর আগে রবিবার কাওরান বাজারের কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এরপর লাক্সমা সোয়েটার লিমিটেডের চেয়ারম্যান সাফিনা রহমানের সঙ্গে কথা বলেন অধিদফতরের যুগ্ম মহাপরিদর্শক মো. সামশুল আলম খান। সেসময় ৩০ নভেম্বর বকেয়া বেতন পরিশোধের চেষ্টা করবেন বলে তাকে জানিয়েছেন সাফিনা।
উল্লেখ্য, গাজীপুরের লাক্সমা সোয়েটার লিমিটেডে এক হাজার ১০০ জন শ্রমিক কাজ করতেন। গত ৩০ অক্টোবর কাজ করতে এসে ফাক্টরি তালাবদ্ধ অবস্থান দেখেন তারা। কোনও ঘোষণা ছাড়া বকেয়া বেতন না দিয়েই মালিকপক্ষ ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এরপর থেকে আন্দোলনে রয়েছেন তারা।
মতামত লিখুন :