ডেস্ক রিপোর্ট: রপ্তানিমুখী পোশাক শিল্পে নতুন করে ১.৫ শতাংশ হারে উৎস কর আরোপ করায় অনেক ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে যাবে। সামগ্রিকভাবে রপ্তানিমুখী পোশাক খাত প্রতিযোগিতার শক্তি হারাবে। এতে কর্মসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়বে এবং দারিদ্র্যকে প্রকট করে তুলবে।
বুধবার প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ-বছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময়ে এ দাবি করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এজন্য সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এসময় সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, পোশাক শিল্প দেশের প্রধান কর্মসংস্থান সৃষ্টিকারী খাত। এই খাতের কোনরূপ ক্ষতি হলে কর্মসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়বে এবং দারিদ্র্য প্রকট করে তুলবে। উল্লেখ্য যে অন্যান্য রপ্তানিমুখী শিল্পের উপরও উৎস কর প্রযোজ্য হবে। তাই পুরো বিষয়টি সক্রিয় বিবেচনার দাবী রাখে। আগে এ হার ছিল ০.৬ শতাংশ। এর ফলে ৩ শতাংশ হারে যে মুনাফা করেন তাঁর অর্ধেকটাই সরকার উৎস কর হিসেবে গ্রাস করবে।
পোশাক শিল্প মালিকদের প্রতি সহানুভূতি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি অর্থমন্ত্রী পুরো বিষয়টিকে স্বচ্ছ করে তোলার জন্য উৎস করের প্রতিক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা দেবেন।
মতামত লিখুন :