নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে নিম্ন আয়ের গার্মেন্টস শ্রমিকদের বিনামুল্যে চিকিৎস্যা সেবা প্রদান করেছে ” গাইবান্ধা সমাজ উন্নয়ন সংস্থা, গাজীপুর” নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। শুক্রবার সকাল দশটায় কালিয়াকৈরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই চিকিৎসা সেবা কর্মসূচি শুরু হয়
সংগঠনের সভাপতি একেএম সরওয়ার জাহান প্রিন্সের সভাপতিত্বে ও এপেক্স হোল্ডিং গার্মেন্টস লিমিটেড এর শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসানোয়ার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃসিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোত্তালিব মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ শামছুল আলম সরকার।
চিকিৎসা সেবা কর্মসূচিতে চারজন বিশেষজ্ঞ ডাক্তার প্রথম দিনে প্রায় ২০০ নিম্ন আয়ের পোশাক শ্রমিকদের চিকিৎসা প্রদান করে।
মতামত লিখুন :