Logo

বর্তমান বেতনে গার্মেন্টস শ্রমিকদের দুর্বিষহ জীবনযাপন

RMG Times
শনিবার, এপ্রিল ১, ২০২৩
  • শেয়ার করুন


ডেস্ক রিপোর্টঃ
সকল প্রকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন গার্মেন্টস শ্রমিকরা। তাঁরা বর্তমানে যে মজুরি পান তা দিয়ে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। এজন্য ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ও মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক নেতারা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তাঁরা এ দাবি তুলে ধরেন।

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) এর আয়োজন করে। এতে বক্তারা আরও বলেন, ২০১৮ সালে গার্মেন্ট শ্রমিকদের জন্য সর্বশেষ ঘোষিত নিম্নতম বেতন ওই সময়ের বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। গত কয়েক বছরে জিনিসপত্রের দাম, বাড়ি ভাড়া বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় গার্মেন্টস শ্রমিকরা চরম অসহায় অবস্থায় দিনযাপন করছেন।

বিদ্যমান মজুরি দিয়ে দেশের পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের পক্ষে কোনো রকমে জীবনধারণ করা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন নেতারা। তাঁরা নতুন মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের দাবি জানান।

বক্তারা সোয়েটারের পিস রেটসহ সকল গ্রেডে একই হারে মজুরি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের ব্যবস্থা করতে হবে। ছাঁটাই, নির্যাতন বন্ধ করতে হবে। সেই সঙ্গে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতেরও আহ্বান জানান তাঁরা।

শ্রমিকনেতা দুলাল সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক টিইউসির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, গার্মেন্ট শ্রমিক টিইউসির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করেন।