Logo

আশুলিয়া পোশাক কারখানায় ১০ শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

Fazlul Haque
বুধবার, এপ্রিল ২৭, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, আশুলিয়া : আশুলিয়ার একটি পোশাক কারখানায় গরমে ১০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানা ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মিজান প্লাজার ৩য় তলায় অবস্থিত রাজিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় গরমের কারনে শ্রমিক অসুস্থতার ঘটনা ঘটে।

শ্রমিকেরা জানান কারখানায় কাজ করার সময় হঠাৎ করে কয়েকজন শ্রমিক জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দিযে বাড়ি পাঠানো হয়েছে। এরপর কারখানা একদিনের জন্য ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ।

শ্রমিকদের অভিযোগ কারখানায় পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।