নিজস্ব প্রতিবেদক :: রপ্তানীমূখী পোষাক শিল্পের জন্য সুতা আমদানির ঘোষণা দিয়ে বিদেশ থেকে সিগারেট আনার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় পাচ গার্মেন্টস ব্যবসায়ীকে বুধবার জেল হাজতে পাঠিয়েছে আদালত।
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে ঢাকার জেনিটিক ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টসের পাচ পরিচালক জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ শাহে নূর তা নামঞ্জুর করে আসামীদের জেল হাজাতে প্রেরনের নির্দেশ দেন।
পাচ ব্যবসায়ী হচ্ছে সাভারের আশুলিয়ার জেনেটিক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এবং চার পরিচালক রিয়াদ হোসেন খা, আহমেদুর আরজ, ওয়াহিদ ইসলাম এবং তৌহিদুল ইসলাম।
চট্টগ্রাম মহানগর আদালতের পিপি এডভোকেট ফখরুদ্দিন জানিয়েছেন, এই গার্মেন্টসের নামে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারে সূতা’র পরিবর্তে প্রায় সাত কোটি টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট পাওয়া যায় গত ১ মার্চ । এই ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় দায়ের হওয়া কাস্টমসের মামলায় আসামীরা জামিনের জন্য আদালতে হাজির হলে তা নাকচ হয়ে যায় ‘
জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ায় বিচারক এই পাচজনকে জামিন দেননি, উল্লেখ করেন তিনি।
গত ১ মার্চ ওয়েবল্যাংকসেন জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসা কন্টেইনারে রপ্তানীমুখী তৈরী পোষাকের জন্য সুতা থাকার কথা থাকলেও কাস্টমসে তল্লাশী করে সেটিতে ২৮৮ কার্টন সিগারেট জব্দ করে। এসব সিগারেটের বর্তমান বাজার মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা। সাভারের জেনেটিক ফ্যাশন সুতা ঘোষণা দিয়ে বন্ড সুবিধায় চালানটি নিয়ে আসে।
এ ঘটনায় ২ মার্চ বন্দর থানায় সহকারী রাজস্ব কর্মকর্তা মামুন মিয়া সরকার একটি মামলা দায়ের করে । মামলায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (২), কাস্টমস ও মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়।
মতামত লিখুন :