Logo

আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

RMG Times
রবিবার, জুন ৪, ২০১৭
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুন্দরবনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রেখেই গ্রহণ করা হবে যে কোনো প্রকল্প। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

আধুনিকায়নের নামে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার রোধে শিল্প মালিকদের পানি ও পরিবেশ দূষণ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলার।

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ করজারভেশন তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন- আধুনিকায় ফলে পরিবেশের যেন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার যেমন রোধ করতে হবে তেমনি শিল্প মালিকদেরও ইটভাটায় ইট পোড়ানো ও কলকারখানাগুলোকে পানি ও পরিবেশ দূষণ রোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।’

বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবনের যেন ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই সবপ্রকল্প নেয়া হচ্ছে।

সুন্দরবন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সুন্দরবন আমাদের একটা ঐতিহ্য। শুধু তাই নয়, সুন্দরবনের কারনে বাংলাদেশ টিকে আছে। সুন্দরবন যাতে আরো বৃদ্ধি পায় তার জন্য আর্টিফিশিয়ালি ম্যানগ্রোভ বন করার ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি। যে প্রকল্পই আমরা গ্রহণ করি না কেনো, সুন্দরবনের কোনো ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্যে রেখেই প্রকল্পগুলো করা হয়।’

এরপর, বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্র সংলগ্ন মাঠে বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।