Logo

হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণে অ্যাকর্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, অ্যাকর্ডকে কারণ দর্শানোর রুল জারি

RMG Times
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০১৭
  • শেয়ার করুন

ফজলুল হক, নিজস্ব প্রতিবেদক : বিচারপতি জনাব সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি জনাব মোঃ আতাউর রহমান খান- এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ বিগত ২৯/০৩/২০১৭ ইং তারিখে অ্যাকর্ড ফাউন্ডেশনকে তাদের Standard Operating Procedure (SOP) অনুযায়ী অ্যাকর্ড চুক্তির অনুচ্ছেদ ২১ এর বিধান অনুসারে Escalation Stage বাস্তবায়ন কেন আইনত ভিত্তিহীন ও অবৈধ বলে ঘোষণা করা হবে না এই মর্মে কারণ দর্শানোর জন্য রুল জারি করেছেন।

 

নিট এন্ড নিটওয়্যারস্ লিমিটেড নামক একটি কোম্পানীর মালিক কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন নং ৩৮৬৮/২০১৭ এর প্রাথমিক শুনানী অন্তে মহামান্য হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

আবেদনকারী কোম্পানীর আইনজীবী জনাব জাফরুল হাসান শরীফ আরএমজি টাইমসকে জানান, এই তর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) এর বিধান অনুসারে একর্ড একটি কমপ্লায়েন্ট ফ্যাক্টরিকে একই মালিক বা ব্যবস্থাপনার অধীন পরিচালিত অন্য একটি ফ্যাক্টরির নন-কমপ্লায়েন্স জনিত কারণে টার্মিনেট করার নোটিশ ইস্যু করেছিলেন। এরূপ একটি অযৌক্তিক বিধান বাংলাদেশের ফ্যাক্টরি মালিকদের মাঝে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।

জনাব হাসান আরো জানান,  এরূপ একটি অবৈধ, স্বেচ্ছাচারী, অযৌক্তিক বিধান একর্ডের মত একটি ইউরোপিয়ান সংস্থার কাচ থেকে কাম্য নয়।

তিনি বলেন, আলোচিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটি সরাসরি বাংলাদেশের প্রতিযোগীতা আইন, ২০১২ এর ধারা ১৫ এবং on Functioning European Union (TFEU) এর অনুচ্ছেদ ১০১ এর সঙ্গে সাংঘর্ষিক।

আবেদনকারী কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক অ্যাকর্ডের উপরোক্ত বিধান প্রসঙ্গে ব্রাসেল্স-এ অবস্থিত ইউরোপিয়ান কমপিটিশন কমিশন-এ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। জনাব হাসান ও তার ফার্ম ”Attorneys” আগামী এপ্রিল এর শেষ সপ্তাহে ইউরোপিয়ান কমপিটিশন কমিশন এর ডাইরেক্টর জেনারেল এর নিকট উপরোল্লিখিত বিষয়ে অভিযোগ দায়ের করবেন মর্মে নিশ্চিত করেন।