নিজস্ব প্রতিনিধি: পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরীর প্রশ্নে মালিকপক্ষ এবং তাদের সমর্থিত সংশ্লিষ্টরা সংক্ষমতা ও উৎপাদনশীলতার কথা তোলেন। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের পোশাক শ্রমিকরা পৃথিবীর সবচেয়ে নিম্ন হারের মজুরীতে কাজ করছে আর মালিকরা মুনাফার সর্বোচ্চ মুনাফা লুটে নিচ্ছে। এই অবস্থা প্রমাণ করে শ্রমিকদের মজুরী বৃদ্ধির ক্ষেত্রে যে সব প্রতিবন্ধকতা দেখানো হয় তার সবই মিথ্যা।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত ‘পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি : সমাধান কোন পথে?’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এসময় তারা বেতন বৃদ্ধির জন্য আশু পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এতে বক্তারা বলেন, আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করলে সেটা দমন করতে মালিক ও সরকার চরম বলপ্রয়োগের পথ অবলম্বন করেছে। শ্রমিকেরা কোনো প্রকার ফৌজদারি অপরাধ না করা সত্ত্বেও দুই হাজার শ্রমিকের নামে নয়টি ফৌজদারি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলাও আছে। শ্রমিক ও শ্রমিকনেতাদের এই সকল মামলায় কারাবন্দী রাখা হয়েছে। এই দমন-পীড়নের নিন্দা ও প্রতিবাদ করে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি এবং শান্তিপূর্ণ আন্দোলন দমন করার এই নিষ্ঠুর পদক্ষেপের মধ্য দিয়ে মালিক পক্ষ এবং সরকার শিল্পকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিয়েছে। যার পরিণতির দায়ভার মালিক পক্ষ ও সরকারকে নিতে হবে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদারের সঞ্চালনায় গোলটেবিল আলোচনার শুরুতে লিখিত বক্তৃতা পাঠ করেন : সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। আলোচনায় অংশ নেন : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক চৌধুরী আশিকুল আলম, নারীনেত্রী রোকেয়া কবির, বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহাবুব আলম, ইন্ডাস্ট্রী অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, গার্মেন্ট শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়ক আবুল হোসাইন, সমমনা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনসমূহের সমন্বয়ক তৌহিদুর রহমান, গার্মেন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা আব্দুল ওয়াহেদ, গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল, গার্মেন্ট শ্রমিক টিইউসির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাজাহান, আশুলিয়ার উউন্ডি এ্যাপারেলস কারখানার ভুক্তভোগী শ্রমিক মিছির আলী, আশুলিয়ার আইডিএস কারখানার ভুক্তভোগী শ্রমিক সুজন চন্দ্র প্রমুখ।
মতামত লিখুন :