Logo

গার্মেন্ট শ্রমিক বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলেন প্রধানমন্ত্রী

RMG Times
মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাভার ও আশুলিয়ায় কয়েকটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের চলমান বিক্ষোভ সম্পর্কে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে ডেকে নিয়ে শ্রমিক বিক্ষোভ সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তিন মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এটা বিজয়ের মাস। এ মাসে কোনো বিক্ষোভ হওয়ার কথা না। এটি কেন হচ্ছে? আগে থেকে কেন এটা সমাধান করা গেল না। একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে এসব কথা জানা গেছে। প্রধানমন্ত্রী জানতে চান, শ্রমিক আন্দোলনের নেপথ্যে কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারী বা নাশকতাকারী কাজ করছে কি? তিনি তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এটা হওয়ার কথা না। কারা এ বিক্ষোভে ইন্ধন দিচ্ছে? এ সময় বিষয়টি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধান করতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এদিকে গার্মেন্ট শ্রমিক অসন্তোষ সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর তিন মন্ত্রী আলাদাভাবে বৈঠক করেন। সেখানে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে উপস্থিত থাকার অনুরোধ করা হলেও পূর্ব-নির্ধারিত অনুষ্ঠান থাকায় তিনি অনির্ধারিত বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। সেখানেই সন্ধ্যা ছ’টায় নৌ-পরিবহনমন্ত্রীর মিন্টু রোডের সরকারি বাসায় বৈঠক করার সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী নির্দেশ পাওয়ার পর তিন মন্ত্রী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতাদের সঙ্গে বৈঠক করে জানতে চান, কেন সাভার ও আশুলিয়ায় শ্রমিকরা বিক্ষোভ করছে? এর জবাবে বিজিএমই নেতারা জানান, শ্রমিকরা কী ইস্যুতে আন্দোলন করছে তা আমাদের জানা নেই। কয়েকজন শ্রমিক সকালে হাজিরা দিয়েই রাস্তায় বিক্ষোভ করতে শুরু করে। তারা কাজ করছে না, ফলে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। মন্ত্রীদের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন বিজেএমইএ নেতারা।

সৌজন্যে : দৈনিক মানবজমিন