ডেস্ক রিপোর্ট : বর্তমানে দেশে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে মোট প্রায় ৩৫ লাখ ৬০ হাজার শ্রমিক কাজ করছেন বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের রপ্তানিমুখী, তৈরি পোশাক খাতে বর্তমানে মোট শ্রমিক সংখ্যা হচ্ছে প্রায় ৩৫ লাখ ৬০ হাজার। এর মধ্যে গ্রামীণ নারী শ্রমিকের সংখ্যা হচ্ছে প্রায় ২০ লাখ ৪৪ হাজার। যা মোট শ্রমিকের ৫৮ ভাগ।
পাবনা-১ আসনের সাংসদ মো. শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, পোশাক শিল্পে ২০১০ সালের পূর্বে ঘোষিত নিম্নতম মজুরি ছিল ১ হাজার ৬৬২ টাকা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৩০০টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। যা ২০১৩ সালের ডিসেম্বর হতে কার্যকর হয়েছে।
এর আগে বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
সৌজন্যে : রাইজিং বিডি
মতামত লিখুন :