Logo

গার্মেন্টসে মূল মজুরির সমান ঈদ বোনাস দেয়ার দাবি, ঢাকায় বিভিন্ন সংগঠনের সমাবেশ, মানববন্ধন

RMG Times
শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে (সোমবার) গার্মেন্টস শ্রমিকদের গত আগস্ট মাসের বেতন ও ঈদ বোনাস দেয়ার দাবি জানিয়েছে একাধিক গার্মেন্টস শ্রমিক সংগঠন। সেইসঙ্গে এ খাতের শ্রমিকদের বৈষম্য পরিহারের স্বার্থে সব কারখানায় ঈদ বোনাস এক মাসের মূল মজুরির সমান দেয়ারও দাবি জানানো হয়েছে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে একাধিক শ্রমিক সংগঠন সমাবেশ ও মানববন্ধন করে এসব দাবি জানিয়েছেন। এছাড়া ঈদের আগে ছুটির দিনেও শ্রমিকদের দিয়ে জোরপূর্বক ওভারটাইম কাজ করিয়ে নিলেও ওই অর্থ প্রদান না করার অভিযোগও তোলা হয়েছে।
1472830250ঈদের আগে এক মাসের মূল মজুরির সমান বোনাস দেয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মন্ত্রী এমপিসহ দেশের সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ এক মাসের বেতনের সমান ঈদ বোনাস পেয়ে থাকেন। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের এ হারে ঈদ বোনাস দেয়া হয় না। অধিকাংশ কারখানার মালিক তার নিজের ইচ্ছামত নামমাত্র ঈদ বোনাস দিয়ে থাকেন। আবার কিছু মালিক বেতন-বোনাস না দিয়ে ঈদের আগে চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। অনেক কারখানায় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা শ্রমিকদের তালিকা করে ঈদের আগে ছুটির দিনে চাকরিচ্যুত করা হয়। জোর করে সাদা কাগজ ও অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয়া হয়। সন্ত্রাসী দিয়ে মারধর করে এলাকা চাড়তে বাধ্য করা হয়।

এ সময় নেতৃবৃন্দ রাজধানীর শ্যামপুরের ফিনকলি অ্যাপারেলস ও গাজীপুরের সাদাত অ্যাপারেলসহ সব বন্ধ কারখানা খুরে দেয়ার দাবি জানান।

শ্রমিক নেতা মন্টু ঘোষের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহাবুবুল আলম, সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবির খোকন, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, এম এ শাহীন, কে এম মিন্টু, রেহানা আক্তার, জয়নাল আবেদিন, দিদারুল ইসলাম প্রমুখ।

এদিকে আগামী সোমবারের মধ্যে সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের গত আগস্ট মাসের বেতন ও ঈদ বোনাস দেয়ার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ ও সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ। এ সময় নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ৫ তারিখের মধ্যে শ্রমিকদের বোনাস দেয়ার আহ্বান জানানো হয়েছে। যে সব মালিক এ নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।