ডেস্ক রিপোর্ট গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলায় বায়িং হাউস স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া বেনেদিত্তি নিহত হন। ইতালীয় এই নাগরিকের মালিকানায় গাজীপুরে একটি সোয়েটার কারখানা আছে। প্রতিষ্ঠান দুটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকলেও গত রোববার নাদিয়ার ভাই পাউলো বেনেদিত্তি তৈরি পোশাক-শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন।
পাউলো তাঁর বোন নাদিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশে তাঁদের পারিবারিক ব্যবসা না গোটানোর কথা বিজিএমইএর নেতাদের জানিয়েছেন। তবে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন গানম্যান চেয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, নাদিয়ার ভাইয়ের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে তাঁদের সংগঠন।
মতামত লিখুন :