নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : ইউরোপ-আমেরিকা ছাড়িয়ে বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আফ্রিকা। এ অঞ্চলের বিশাল বাজার ধরতে উদ্যোক্তাদের পাশাপাশি চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারও। নিরবিচ্ছিন্ন নৌবন্দর ব্যবস্থাপনার সুবিধা, কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের কথা বিবেচনায় চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নিটপণ্য আমদানি করার ইচ্ছা পোষণ করেছেন সফররত সিয়েরা লিওন কর্মকর্তারা।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জে বিকেএমইএ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যরা এসব কথা বলেন। পরে দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লা বিসিক শিল্প অঞ্চলের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এছাড়াও এ দুই দেশের সামগ্রিক বাণিজ্য হার তেমন উল্লেখযোগ্য না হলেও নতুন বাজার সম্প্রসারণের লক্ষে বিকেএমইএ ও বাংলাদেশ সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিকেএমইএ’র প্রতিনিধিদলকে তাঁরা তাদের দেশে আমন্ত্রণ জানান।
সিয়েরা লিওনের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা বিভাগ) মোরলাই বাংগুরা মনে করেন, বাংলাদেশের নিট খাতের সম্প্রসারণশীল বাণিজ্য বিস্তৃতির পরিকল্পনায় সিয়েরা লিওন নতুন এক সম্ভবনাময় দেশ হিসেবে পরিলক্ষিত হবে। এসময় তিনি বাংলাদেশের নিরবিচ্ছিন্ন নৌবন্দর ব্যবস্থাপনার সুবিধা, কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের কথা বিবেচনায় নিলে সিয়েরা লিওন চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নিটপণ্য আমদানি করার ইচ্ছা পোষণ করেন।
সিয়েরা লিওনের অনারারি কনসোল জেনারেল ওনু জায়গিরদার বাংলাদেশের নিট শিল্পখাতকে আরো সম্প্রসারণের লক্ষে এবং শিল্প স্থাপনের জন্য আগ্রহী করে তুলতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় জায়গা বরাদ্দের নিশ্চয়তা দেন।
সভায় বিকেএমইএ’র সহ-সভাপতি মনসুর আহমেদ প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিয়েরা লিওনে নিট পোশাক রপ্তানির জন্য প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাজার বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে শুল্ক কাঠামো রয়েছে প্রায় ২৪.১২ শতাংশ। বাংলাদেশ থেকে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদানের ব্যবস্থা করা, ব্যাংকিং সুবিধা নিয়মিতকরণ ও শিথিলকরণের জন্য আলোচনা, বার্ষিক দ্বিপাক্ষীয় বৈঠকের আয়োজন করা ইত্যাদি স্বল্প মেয়াদে ব্যবস্থা গ্রহণ করা হলে দু’দেশের মধ্যে বাণিজ্য উদারীকরণ হবে।
এছাড়াও তিনি দু’দেশের মধ্যে ব্যাংকিং পদ্ধতি আরো কার্যকর করা এবং সহজ শর্তে দু’দেশের মধ্যকার নিট খাতের পণ্য রপ্তানিকরণের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
সভায় বিকেএমইএ’র পক্ষ থেকে সভাপতিত্ব করেন সহ-সভাপতি (২য়) মনসুর আহমেদ ও সিয়েরা লিওন থেকে প্রতিনিধিত্ব করেন সে দেশের মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট আবদুল কামারা।
সভায় আরো উপস্থিত ছিলেন- বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জি. এম ফারুক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে সিয়েরা লিওনের প্রতিনিধিদলের মধ্যে অনারারি কনসোল জেনারেল জনাব ওনু জায়গিরদার, হেড অব ফিনান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট ইউনিট (সেন্ট্রাল ব্যাংক অফ সিয়েরা লিওন) এস্থার জনসন ও সিয়েরা লিওনের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা বিভাগ) মোরলাই বাংগুরা উপস্থিত ছিলেন।
মতামত লিখুন :