ডেস্ক রিপোর্ট : তৈরি পোশাক রফতানিতের উৎসে করের পরিমাণ বাড়িয়ে দেড় শতাংশ না করে শূন্য দশমিক ৭ শতাংশ করার সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এই সুপারিশ করেন। শেখ হাসিনা বলেন, তৈরি পোশাকের উৎসে কর কমানোর জন্য পোশাক শিল্প মালিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল।
রফতানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে তাদের অনুরোধ বিবেচনা করে শূন্য দশমিক ৭ শতাংশ উৎস্য কর কর্তনের প্রস্তাব করছি। এরপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, তার সব প্রস্তাবই গ্রহণ হয়ে গেছে। গত ২ জুন আসন্ন নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সেখানেই তিনি পোশাক রফতানিতে উৎসে কর শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১.৫ শতাংশ করার প্রস্তাব করেন।
প্রথা অনুযায়ী, সমাপনী বক্তব্য দিতে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পরে প্রধানমন্ত্রীর এসব সুপারিশ বাজেট প্রস্তাবে গ্রহণ করেন। সমাপনী বক্তব্যের পর তিনি ২০১৬ সালের অর্থবিল পাসের জন্য সংসদে তুলবেন।
গত ২ জুন আসন্ন নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন মুহিত। সেখানেই তিনি পোশাক রপ্তানিতে উৎসে কর শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১.৫ শতাংশ করার প্রস্তাব করেন।
মতামত লিখুন :