চাকরির বিবরণ / দায়িত্বসমূহ
- স্কেচ দেখে কোন স্টাইলের কন্সট্রাকশন বুঝে নেয়ার দক্ষতা থাকতে হবে, চ্যালেঞ্জ অনুমান করার ও তার প্রতিকার খুঁজে বের করার দক্ষতা।
- এক নজরে বাল্ক ফিজিবিলিটির সিদ্ধান্ত নেয়ার দক্ষতা।
- SMV সেভিং ও অপারেশনের ডিস্কিলিং করতে গার্মেন্টস ইঞ্জিনিয়ারিং-এর যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
- দলকে নির্দিষ্ট গতিতে রাখতে ব্যবস্থাপনা দক্ষতা ও সময় মত তথ্য শেয়ার করা।
- স্যাম্পল ফিটিং জ্ঞান থাকতে হবে।
উত্স
বিডিজবস ডট কম অনলাইন জবপোস্টিং
মতামত লিখুন :