Logo

একজন এইচআর কর্মী হবার প্রাথমিক পাঠ

RMG Times
বুধবার, ডিসেম্বর ২০, ২০১৭
  • শেয়ার করুন

ওয়ালিদুর রহমান : এইচআর কর্মী হবার স্বপ্ন দেখছেন? কীভাবে প্রস্তুত হবেন? কোথায় যাবেন? কেন এইচআর আপনার স্বপ্ন হতে পারে?

একজন এইচআর কর্মী হবার স্বপ্ন দেখলে আপনাকে প্রাথমিক অবস্থায় বিশেষ কোনো প্রস্তুতি নিতে হবে না। একজন ম্যানেজমেন্ট ট্রেইনী হবার জন্য যেসব যোগ্যতা থাকা দরকার- তার সবই আপনার থাকতে হবে। তবুও বলছি, যদি আপনি স্বপ্ন দেখে থাকেন পড়াশোনা শেষে আপনি একজন এইচআর কর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করবেন তবে যা করতে হবে-

১. অনার্স ও মাস্টার্সে এইচআরএম নিয়ে পড়বেন। বাংলাদেশে পিওর এইচআর গ্রাজুয়েশন নেই। আপনাকে যা করতে হবে তা হল-ম্যানেজমেন্ট মেজর বা এইচআর মেজর নিয়ে বিবিএ করে তারপর মাস্টার্সে মানে এমবিএতে এইচআর মেজর নিতে হবে।

২.ইংরেজি ও বাংলা ভাষার ৪ টি শাখা-রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিং-৪টিতেই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে।

৩.নিজের আইকিউ ইমপ্রূভ করতে হবে। প্র্যাক্টিস করলে উন্নয়ন সম্ভব।

৪.হিউম্যান সাইকোলজি বিষয়ক পড়াশোনা করুন।

৫.সফল এইচআর প্রফেশনালদের সাকসেস স্টোরী ও তার সাকসেস ফর্মূলা স্ট্যাডি করুন।

৬.কম্পিউটার লিটারেসি, স্মার্টফোনের ব্যবহার, টেকনোলজির ব্যবহারে দক্ষ হোন।

৭.সোস্যাল মিডিয়াতে জড়িত হোন, নেটওয়ার্ক বাড়ান। বিশেষত এইচআর সংশ্লিষ্ট যত সাইট বা প্লাটফরম আছে, ওগুলো মেম্বার হোন, লিখুন, লেখা পড়ুন, লেখার ফিডব্যাক দিন, মন্তব্য করুন।

৮.ফ্রি হ্যান্ড লেখার চর্চা করুন।

৯.লেবার ল এর ‍উপর কোর্স করতে পারলে ভাল। না পারলে অন্তত আইনটি স্ট্যাডি করুন। আইনি পরামর্শের পোষ্টগুলো পড়ুন, জানুন।

১০.কর্পোরেট পার্সোসনেল বিশেষত এইচআর পার্সোনেলদের সাথে লিংকড হোন, তাদের সাথে ইন্টার‌্যাক্ট করুন।

১১.যদি আপনার পড়াশোনার বিষয় ম্যানেজমেন্ট বা এইচআরএম না হয়েও থাকে, তবে ম্যানেজমেন্ট থিওরীর ব্যাসিক বিষয়গুলো স্ট্যাডি করুন।

১২.বিভিন্ন প্রতিষ্ঠান এইচআর এর ওপর ৬মাস বা ১ বছর মেয়াদী শর্ট কোর্স বা ডিপ্লোমা করায়।
আপনি একটি কোর্স করে নিলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন।
তবে বাংলাদেশের পার্সপেকটিভে আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রফেশনাল কোর্স চাকরীতে ঢোকার পরে করাই ভাল।

১৩.ধৈর্য, অধ্যবসায়, স্থীর বুদ্ধি, পরমত সহিষ্ণুতা, দুরদৃষ্টি, ইমপার্সোনালিজম, ইমপার্সিয়ালিজম, নন-প্রিজুডিসড এটিচুড, নন-বায়াজড এটিচুড, পজিটিভ এটিচুড, চ্যালেঞ্জিং এটিচুড এগুলো যেকোনো প্রফেশনে লাগলেও এইচআরে কাজ করতে বেশি দরকার।

এগুলো কোনো বইয়ে পাওয়া যায় না বা কোনো ডিপ্লোমা করলেও সরাসরি পাওয়া না গেলেও ট্রেনিং, চর্চা, গবেষনা ও বিশ্লেষনের মধ্য দিয়ে এগুলো শানিত করা যায়।