Logo

কালুরঘাট শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিক সমাবেশ

Fazlul Haque
বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০১৬
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম : গ্লোবাল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ গত ২৯ মার্চ চাঁন্দগাওস্থ গ্লোবাল গার্মেন্টস কারখানা গেট চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গ্লোবাল গার্মেন্টস লি. শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুমিতা সরকার।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি মুহাম্মদ শফি বাঙ্গালি। উপস্থিত ছিলেন রাশেদুল আলম রাজু, মো. জাহাঙ্গীর আলম,চন্দন কুমার দে, মো. আলা উদ্দিন, জুয়েল বড়ুয়া, মো. বশির উদ্দিন, আবুল বশর প্রমুখ। বক্তারা বলেন, বাধাহীন ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে শ্রমিকদের কথা বলার সুযোগ করে কারখানার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ব্যবস্থাপনা তথা মালিকপক্ষকে এগিয়ে আসতে হবে। শ্রমিকের স্বার্থে কারখানায় তাদের অধিকার, সম্মান ও সুরক্ষার বিষয়সমূহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শ্রমিকগণকেও প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি, কাজের সুষ্ঠু পরিবেশ ও সুনাম রক্ষায় সহযোগিতা করতে হবে।