ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) নয় নম্বর সেক্টরের সি টেক্সটাইল লিমিটেড এবং নগরীর মুরাদপুরে ডাচ-বাংলা ব্যাংকের একটি শাখায় আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে আগুনের দুটি ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন। তিনি বলেন, ইপিজেড ৯ নম্বর সেক্টরের সি টেক্সটাইল লিমিটেডে সুইং মেশিনের বৈদ্যুতিক সংযোগ থেকে এবং ডাচ-বাংলা ব্যাংকের শাখায় সার্ভারের ইউপিএস থেকে আগুনের সূত্রপাত ঘটে।
জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পোশাক কারখানার কর্তৃপক্ষের দাবি করেছে।
এদিকে মুরাদপুর এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের শাখায় বায়েজিদ বোস্তামী ও চন্দনপুরা ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যাংকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
মতামত লিখুন :