Logo

ফোর এইচ গ্রুপের এমডি গাওহর জামিল বিকেএমইএ’র সহ-সভাপতি নির্বাচিত

RMG Times
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : দেশের বৃহত্তম রপ্তানি খাতের প্রতিনিধিত্ব সংগঠন বিকেএমইএ’র সদ্য সমাপ্ত পরিচালনা পর্ষদ নির্বাচনে (২০১৭-১৯) ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

২৫ সেপ্টেম্বর দুপুর ১১ টায় বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনের (২০১৭-১৯) অংশ হিসেবে বিকেএমইএ নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে অফিস বেয়ারার্স সভাপতি, ১ম সহ-সভাপতি, ২য় সহ-সভাপতি, ৩য় সহ-সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পদসমূহের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে এ কে এম সেলিম ওসমান এমপি ৪র্থ বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হন।

এছাড়াও ১ম সহ-সভাপতি পদে মনসুর আহমেদ, ২য় সহ-সভাপতি পদে ফজলে শামীম এহসান, ৩য় সহ-সভাপতি পদে গাওহার সিরাজ জামিল ও সহ-সভাপতি (অর্থ) পদে মো. হুমায়ুন কবীর খাঁন শিল্পী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, এবারই প্রথম চট্টগ্রাম থেকে ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম থেকে নির্বাচিত অন্য পরিচালকগণ হলেন শহীদ উদ্দিন আহমেদ আজাদ, ফজলুল কাদের ও রাজীব দাশ সুজয়। বিজ্ঞপ্তি