Logo

চট্টগ্রামের বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের সড়ক অবরোধ

RMG Times
মঙ্গলবার, জুলাই ২৫, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ থানায় অবস্থিত সানম্যান গ্রুপ অব কোম্পানীর পোষাক কারখানা “গোল্ডেন হরাইজন” এর শ্রমিকরা আজ বিকাল ৬.০০ টা থেকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদের পাওনা বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ কারখানা চালুর দাবিতে বায়েজিদ-২ নম্বর গেইট এলাকার পলিটেকনিক মোড় এলাকায় সড়ক অবরোধ করে।

এতে রাস্তার দু পাশে চলাচলরত গাড়ি গুলো বন্ধ হয়ে ব্যস্ততম এ সড়কের অক্সিজেন থেকে জিইসি মোড় পর্যন্ত বিশাল যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে বায়েজিদ থানা পুলিশ ও শিল্প পুলিশ অবস্থান করছেন।

অবস্থানরত শ্রমিকরা জানান, গত রোজার ঈদে শ্রমিকদের বোনাস দিয়ে কারখানায় ঈদের বন্ধ দেয় মালিকপক্ষ। কিন্ত ঈদের বন্ধ শেষে শ্রমিকরা কারখানার গেইটে এসে গেইটে তালা ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলান দেখেন। পরবর্তীতে শ্রমিকদের তাদের পাওনা পরিশোধ করা হবে বলে একাধিক বার কারখানা কর্তৃপক্ষ জানালেও তা না হওয়াতে আজ পাঁচ শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করেন।