Logo

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

RMG Times
মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০১৭
  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন একটি মার্কেটের পঞ্চম তলায় আজ সকালের দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বড় মিয়া ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষু দাশ জানান, এ অগ্নিকাণ্ডে পোশাক কারখানার তৈরি পোশাক ও মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিনের নেতৃত্বে নন্দনকানন ও লামারবাজার ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।