Logo

কারখানা ছুটি ঘোষণা, কর্ণফুলী ইপিজেডে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ

RMG Times
মঙ্গলবার, আগস্ট ৩০, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে তৈরি পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লিজেন্ড টেক্সটাইল ও আলমাসি গার্মেন্টেসের শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এ সংঘর্ষ হয়।

কর্ণফুলী ইপিজেডের মহা-ব্যবস্থাপক আকতার আলম মোস্তাফী বলেন, মোহাম্মদ আব্দুল হাইয়ের মালিকানাধীন ‘লিজেন্ড টেক্সটাইল’ ও ‘আলমাসি গার্মেন্টেস’ দুইটি শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করে ছুটি ঘোষণা করে। কারখানা দুইটিতে প্রায় এক হাজার ৬০০ শ্রমিক কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ঈদের ছুটির পর কারখানা দুইটি আর খুলবে না ‘ধারণা’ থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সোহেল রানা জানান, কারখানা শ্রমিকরা সন্ধ্যার আগে বেপজা কার্যালয় অবরোধ করে ইপিজেডের ভেতরে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এতে অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ কর্মকর্তা সোহেল বলেন, এ সময় পুলিশ গ্যাস গান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
খবর বিডিনিউজের।