নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রাম মহানগীরর একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিইপিজেড থানাধীন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড)’এর ভিতর আল হামিদি টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অপারেটর দিদার জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিইপিজেড’র ভিতর আল হামিদি টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে, তবে প্রাথমিক হিসাবে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এদিকে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সীতাকুণ্ড উপজেলার কেশবপুর-শীতলপুর এলাকায় একটি কনটেইনার ডিপোর ভারীপণ্য লোড আনলোডের কাজে ব্যবহৃত একটি গাড়ির ইঞ্জিনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অপারেটর দিদার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিরা ইউনিট থেকে দুটি গাড়ি পাঠানো হয়। তারা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
ইঞ্জিনের ওভারহিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মতামত লিখুন :