Logo

নারী শ্রমিককে মারধর; চট্টগ্রামে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ

RMG Times
বুধবার, আগস্ট ২৪, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম নগরীতে পুলিশ ও পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার নগরীর স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নগরীর এশিয়ান অ্যাপারেল নামের ওই কারখানার আগ্রাবাদ শাখার এক নারী শ্রমিক মারধরের শিকার হন। এরই প্রতিবাদে কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে সড়কে নেমে পড়ে। নগরীর স্টেশন রোডে আন্দোলনরত শ্রমিকদের পুলিশ সরিয়ে দেয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পুলিশ এ সময় তিন/চারজনকে আটক করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।