Logo

বিজিএমইএ’ এর সঙ্গে সিএমপি কমিশনারের মতবিনিময়

Fazlul Haque
বুধবার, জুন ২৯, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্পের আইন শৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে বিজিএমইএয়ের সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়।

cbc

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদের (মিন্টু) নেতৃত্বে বিজিএমইএর একটি প্রতিনিধি দল সিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করে।

আলোচনার শুরুতে মঈনউদ্দিন আহমেদ (মিন্টু) চট্টগ্রামস্থ তৈরী পোশাকশিল্পে আইন-শৃঙ্খলা ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে বিজিএমইএ-কে সবসময় সহযোগিতা প্রদান করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। চট্টগ্রামের তৈরী পোশাক শিল্পে ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের অব্যহত সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পে বিরাজমান শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এজন্য বিজিএমইএ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিজিএমইএর পরিচালক আ.ন.ম. সাইফ উদ্দিন, কাজী মাহাবুব উদ্দিন জুয়েল, সৈয়দ মোহাম্মদ তানভীর, মোহাম্মদ সাইফ উল্যাহ্ মনসুর, আমজাদ হোসেন চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি ও বিজিএমইএ’র চট্টগ্রামের আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এরশাদ উল্ল্যাহ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. মাইনুল হাসান এবং উপ পুলিশ কমিশনারগণ, শিল্প পুলিশের পরিচালক ও সহকারী পুলিশ কমিশনারগণ, র্যাব এবং গোয়ান্দা সংস্থার কর্মকর্তাগণ।