Logo

বাংলাদেশের শিপ ব্রেকিং ইয়ার্ড; ইন্ডাস্ট্রি না মৃত্যুকূপ? (ভিডিওসহ)

Fazlul Haque
বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০১৬
  • শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো চলছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। এখানেই কাজ করছে শিশু, কিশোর সহ নানা বয়সের শ্রমিক।কথা হয় এক শ্রমিক মাসুদের সাথে। মাসুদের বাবা তাকে এই কাজে নিয়েছিল কিন্তু তাঁর সামনেই বাবার মৃত্যু হয়েছে যে ইয়ার্ড এ সেখানেই কাজ করছে মাসুদ পেটের দায়ে। প্রতিদিন সকালে কাজে যাওয়ার সময় মৃত্যু কে মেনে নিয়েই কাজ শুরু করে বলে মাসুদ জানায়।

এইতো সেদিন ১৫ এপ্রিল চট্টগ্রাম এর বড় আওলিয়া এলাকায় প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন এর বিপ্লব নামের এক শ্রমিক বিষাক্ত গ্যাস এর কারনে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর জসিমের অবস্থা আশঙ্কাজনক। এভাবে আর কত? এটা কি কোন ইন্ডাস্ট্রি নাকি মৃত্যু কুপ?