চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর সিইপিজেড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলাউদ্দিন তামিম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন সিইপিজেডের চার নম্বর সেক্টরের রিজেন্সি গার্মেন্টস নামে একটি কারখানার শ্রমিক ছিলেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আরএমজিটাইমসকে জানান, রাতে গার্মেন্টস থেকে তিন সহকর্মীসহ বাসায় ফিরছিল তামিম। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে এবং তামিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত বলে ঘোষণা করেন।
মতামত লিখুন :